আমি গর্বিত আমার স্তনের আকার নিয়ে বললেন স্বস্তিকা মুখার্জী
আমি গর্বিত আমার স্তনের আকার নিয়ে বললেন স্বস্তিকা মুখার্জী
নারী দিবসের দিন সবাই শুভেচ্ছা দিতে বেস্ত ছিল সোশ্যাল মিডিয়ায় , বলিউড হেরোইনদের মতো , আমাদের টলিউডের হেরোইন স্বস্তিকা ও নিজের ফ্যান ফললোয়ার্সদের শুভেচ্ছা দিতে বেস্ত ছিলেন , তার ফললোয়ার্সদের মধ্যে কিছু ফললোয়ার্স তাকে কটু মন্তব্য করে ছিল কিন্তু স্বস্তিকা সাহসিকতার পরিচয় দিয়ে সেই ফললোয়ার্সদের মোক্ষম জবাব দিয়েছেন তিনি
আসুন জেনেনি কি ঘটেছিল
নারী দিবসের দিন যখন স্বস্তিকা নীলচে সাদা একটি ড্রেস পরে ইনস্টাগ্রাম এ একটি ছবি আপলোড করেছিলেন তখন তার কিছু ফললোয়ার্সরা কমেন্ট এ জানিয়ে ছিল তার স্তনের আকার সুগঠিত নয় আর এই ড্রেসটিতে তাকে মানেনি তাকে বাজে লাগছে তার স্তনের কারণে
প্রত্যুত্তরে স্বস্তিকা বলেছে ছায়াছবি বা ওয়েব সিরিজের মুভিতে সব হেরোইনের ভালো সুলভ দেখতে হয় যেটা ফেক , আর অভিনয় করার জন্য হেরোইনেদের , স্তন , ঠোঁট , কোমর এসব ভালো দেখতে হয় আর শুটিংয়ের সময় স্তন যাতে ভালো দেখতে হয় তাই ভালো গঠন সুলভ ব্রা এসব পরে থাকতে সব হেরোইনদের তবে তার স্তন যেমনি থাকুক না কেন তিনি গর্ভ করেন তার স্তনের গঠনের জন্য সংবাদ সূত্র টাইমস অফ ইন্ডিয়া

0 Comments