জেনে নিন বাঙালি মেদের সাথে প্রেম করার সুবিধা
জেনে নিন বাঙালি মেদের সাথে প্রেম করার সুবিধা
আদি প্রচলিত কথায় আছে বাঙালি মে রা রূপে লক্ষী গুনে সরস্বতী , বাঙালি ছাড়া এমন মেয়েদের সারা পৃথিবী জুড়ে খুজলে একটা কি দুটোর বেশি পাওয়া সম্ভব নয় যারা বাঙালি মেদের সাথে প্রেম করেছে তারা জানেন সুখে দুঃখে সবসময় তাদের ভালো বাসার মানুষটিকে তারা সবসময় পাশে পেয়েছেন বেশি সময় না নষ্ট করে চলুন জেনেনি কি কি সুবিধা আপনারা পেয়ে থাকেন যদি আপনার gf হয় কোনো বাঙালি মহিলা
1.বাঙালি মেয়েরা বিরক্তি জনক নয় বাঙালি মে রা কখনোই তোমাকে খানিক খন বাদে বাদে ফোন বা মেসেজ করে তোমাকে বিরক্ত করে না এখনই তারা তোমার বেক্তি গত জীবনের কথা তুলে তোমাকে কষ্ট দেয় না
2. অসাধারণ রান্না করার দক্ষতা বাঙালি মেদের হাতে যে একবার বাঙালি রান্না খেয়েছে সে হয়তো সারা জীবন শত কষ্ট করেও ভুলতে পারবে না ভগবান যেন এদের হাতে জাদু কাঠির আশীর্বাদ দিয়েছে আর যদি সেই রান্নায় চিংড়ি মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই বস
3.সংসারের প্রতি আঘাত ভালোবাসা যে যায় বলুক বাঙালি মেদের মতো সংসার প্রিয় মহিলা খুব কমই পাওয়া যায় যেখানে অনন্য জাতির মহিলারা শুধু নিজেদের নিয়ে ভাবে যেন তাদের সংসারের কোনো দায়িত্বই নেই সেই দিক থেকে আমাদের বাঙালি মেরা বাবা অনেক ভালো
4.যেমন সুন্দর তাদের মন তেমনি তারা বাঙালি মের যেমন দেখতে সুন্দরী হয় তেমনি তাদের মনটাও খুব ভালো এরা তখনই নিজের রূপের প্রশংসা করতে গিয়ে অন্য কোনো মেকে আঘাত দিয়ে কথা বলে না , কারণ এরা জানে বাহির সুন্দরতার থেকে মনের সুন্দরতা অনেক ভালো
5.অসাধার অসাধারণ এদের স্টাইল এদের চালচলন খুবই ভদ্র এরা গুরু জন দের সম্মান দেয় , কোনো বিষয় নিয়ে ফালতু তর্ক করে আর এদের চলন ববলন দেখলে যেন স্বপ্নের রাজকুমারীর কথা মনে পরে যায়

0 Comments